নিজস্ব প্রতিবেদক: যশোরে অগ্নিঝরা ১ মার্চ স্মরণে জেলা সমাজতান্ত্রিক দলের (জাসদ) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সংগঠনের জেলা কার্যালয়ে আলোচনা সভাটি হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরি সভাপতি ও জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম।
বিশেষ অতিথি ছিলেন জাসদের জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়।
জেলা সহ-সভাপতি আহসান উল্লাহ ময়নার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কায়েস, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ বাপী, শ্রম সম্পাদক আবুল হোসেন ও দপ্তর সম্পাদক মশিয়ার রহমান।
আলোচনা সভা থেকে রবিউল আলম বলেন, ‘দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ’৫২ সাল থেকে স্বাধীনতার সংগ্রাম শুরু হয়। যার চূড়ান্ত বিজয় হয় ’৭১ সালে। স্বাধীনতার পিছনে আওয়ামী লীগ, ন্যাপ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সবার দীর্ঘ ঐক্যবদ্ধ শ্রমে বাংলার লাল সবুজের পতাকা স্বাধীন হয়েছে।