নেংগুড়াহাট প্রতিনিধি
যশোরের মণিরামপুরে একই পরিবারের দুই অগ্নিদগ্ধ শিশুকে আর্থিক সহায়তা প্রদান করেছেন এসএম ইয়াকুব আলী। উপজেলার হরিহরনগর ইউনিয়নের তাজপুর গ্রামের হাবিবুর রহমানের ১১ মাস বয়সী মেয়ে জান্নাতুল ও ৯ বছরের ছেলে তামিম গরম পানিতে পুড়ে যাওয়ার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় আওয়াল, রবিউল ফিরোজ, তুসারকে পাঠিয়ে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় তিনি ওই শিশুদের উন্নত চিকিৎসার প্রয়োজনে সার্বিক সহায়তারও আশ্বাস দেন।
বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির নির্বাহী সদস্য এসএম ইয়াকুব আলীর সহায়তা পেয়ে ভুক্তভোগী পরিবারটি আবেগ আপ্লূত কণ্ঠে বিগত দিনের সহযোগিতার কথা তুলে ধরে দীর্ঘায়ু কামনা করেন।