মাগুরা প্রতিনিধি: মাগুরায় মাদকের টাকা দিতে অস্বীকার করায় সাংবাদিক লিটন ঘোষ জয়ের উপর সন্ত্রাসী হামলা করেছে চিহ্নিত মাদকসেবী সন্ত্রাসী ও ছিনতাইকারীরা।
বুধবার রাত ১১টায় শহরের জামরুলতলা পূজা মন্দির থেকে ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজার নিউজ কভার করে বাড়িতে ফেরার পথে তাঁতীপাড়ার মাদকসেবি ও বিক্রেতা ছিনতাইকারি একাধিক মামলার আসামি সন্ত্রাসী রনি শিকদার ও বাপ্পি দাসসহ বেশ কয়েকজন হাসপাতালের সামনে পথ অবরোধ করে লিটনের উপর হামলা করে।
চাঁদার টাকা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ভুক্তভোগী জানান। এ সময় দুর্বৃত্তরা তার মোটরসাইকেল, সোনার চেন এবং নগদ ১১ হাজার ৩ শ টাকা নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা লিটন ঘোষ জয়কে ফোন করেন এবং দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করেন। সেই সাথে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পুলিশ পাঠিয়ে তার খোঁজ খবর নেন।
পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল বলেন, লিটনের উপর এমন বর্বর হামলা সত্যি খুব দুঃখজনক।
এদিকে, লিটনের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের শাস্তি দাবি করেছেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শামীম খান, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দত্ত, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, আলী হোসেন মুক্তা, অনুপ দত্ত, সাংবাদিক হোসেন সিরাজ, এমএ হাকিম, অলোক বোস, বিশ্বজিৎ বিশ্বাস বাপ্পি, রাশেদ খান, শরিফ তেহরান টুটুল, রূপক আইচ, আবু সাসার আকন্দ, কাজী আশিক, জাকারিয়া মিঠুন, এস আলম তুহিন, মারুফ রায়হান প্রমুখ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। আসামিদের ধরার চেষ্টা চলছে।