নিজস্ব প্রতিবেদক
জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই ম্যাচে পার্শ্ব নায়কের ভূমিকায় ছিলেন দলীয় অধিনায়ক আমিনুর রহমান। রোববার শেষ ম্যাচে দলের জয়ে ব্যাট-বলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। মাদারিপুরের আচমত আলী খান স্টেডিয়ামে বরিশালকে ৮৪ রানে গুটিয়ে দিতে ডানহাতি এ পেস বোলার নিয়েছেন ৫ উইকেট। পরে ব্যাট হাতে ২৪ রানের অপরাজিত ইনিংস খেলে যশোরকে জিতেছেন তিন উইকেটে। এজয়ে একবছরের ব্যবধানে টায়ার-২ থেকে আবারো টায়ার-১ জায়গা করে নিল যশোর।
টসে জিতে বরিশাল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে ৩০ ওভার ৩ বলে সবকয়টি উইকেট হারিয়ে ৮০ রান করে। ব্যাট হাতে সাইফ অন্তর ২০ ও মানিক ২১ রান করেন। যশোরের বল হাতে আমিনুর ৮ ওভার ৩ বলে ২৫ রানে ৫টি, আশিকুল ইসলাম নিলয় ১৭ রানে ও ইমন ফারাজি ৩২ রানে ২টি করে এবং শামীম শরীফ ৭ রানে ১টি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে ৩৫ ওভার ৩ বলে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে যশোর। ব্যাট হাতে আমিনুর রহমান ৩টি চারে ২৪, মিকাইল ২৭ বলে একটি চার ও ছয়ে এবং মাইমুদ্দিন আকাশ ৪৭ বলে ২টি চারে ২০ রান করেন। বরিশালের তানভীর আহমেদ ৩টি ও অভি আহমেদ ২টি উইকেট দখল করেন।