নিজস্ব প্রতিবেদক
এবার অনলাইন জুয়া খেলায় হেরে গিয়ে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামের হৃদয় দেব (১৮) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ১১.২০ মিনিটে। হৃদয় দেব দৌলতদিহি গ্রামের ইজিবাইক চালক বাসুদেবের ছেলে।যশোরের খাবার
তার পরিবারের সদস্যরা জানায়, হৃদয়দেব চুড়ামনকাটি বাজারের ইসমাইল হোসেনের ফার্মেসিতে কর্মচারীর কাজ করতো। প্রতিদিনের ন্যায় সকালবেলা বাড়ি থেকে বের হয় দোকান খোলার উদ্দেশ্যে। পরে লোকমুখে জানতে পারেন তাদের ছেলে হৃদয় দেব ফার্মেসির মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের সদস্যদের দাবি হৃদয় সম্প্রতি অনলাইনে জুয়া খেলায় আসক্ত হয়ে পড়ে। তাদের ধারণা অনলাইনে জুয়া খেলায় হেরে গিয়ে হৃদয় আত্মহত্যা করতে পারে।
মালিক ইসমাইল হোসেন জানান, প্রতিনিয়ত সকাল বেলা দোকান খোলে হৃদয় দেব। আজ মঙ্গলবার বেলা ১১ টা ২০ মিনিটের দিকে আমি দোকানে এসে দেখি দোকানের শাটার বন্ধ। এ সময় আমি সাটার তুলে দোকানের ভিতরে উকি মারতেই দেখি হৃদয়ের মরদেহ দোকানের ভিতর গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে। এ সময় আমার চেঁচামেচিতে আশেপাশের ব্যবসায়ীরা ছুটে আসেন। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে আমি কিছুই বুঝতে পারছি না।
হৃদয়ের বাবা বাসুদেব জানান,সকালে নাস্তা করে হৃদয় দোকান খোলার কথা বলে বাড়ি হতে বের হয়। এরপর তিনি জানতে পারেন তার ছেলে দোকানের মধ্যে গলায় ফাঁস দেয়া আত্মহত্যা করেছে। তিনি সাংবাদিকদের জানান তার ছেলে জুয়া খেলায় আসক্ত হয়ে পড়ে সাম্প্রতি। তিনি মনে করেন অনলাইনে জুয়া খেলা হেরে যাওয়ায় হৃদয় আত্মহত্যা করতে পারে। এছাড়া তার ছেলে আত্মহত্যা করার মত কোন কারণ তিনি খুঁজে পাচ্ছেন না।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উদ্ধারে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রউফ জানান, চুড়ামনকাটি বাজারে গলায় ফাঁস নিয়ে এক যুবক মারা গেছে এমন খবর পেয়েই আমি ঘটনাস্থলে হাজির হই। তবে পুলিশ দেওয়ার আগেই লাশ নামিয়ে ফেলেন স্থানীয়রা। আমি লাশের প্রাথমিক সুরহাতাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করি।
ময়না তদন্ত রিপোর্টের পরে বোঝা যাবে মৃত্যুর সত্য ঘটনা।
আরও পড়ুন: নকল লোগো লাগিয়ে অবৈধভাবে সিলিন্ডার রিফিল, জরিমানা দুই লাখ