নিজস্ব প্রতিবেদক: অনলাইনে মটরসাইকেল বিক্রির নামে প্রতারণার ও টাকা আত্মসাৎ চক্রের মূলহোতাসহ দুইজনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাতে নড়াইল কালিয়ার রঘুনাথপুর এলাকা থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, নড়াইল কালিয়ার রঘুনাথপুর গ্রামের আবু দাউদ বিশ্বাসের ছেলে শাকিব বিশ্বাস (১৯) ও হুমায়ুন বিশ্বাসের ছেলে খায়রুল ইসলাম (২২)। বুধবার বিকেলে র্যাব-৬ যশোর ক্যাম্প এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানানো হয়।
যশোর র্যাব-৬ এর ক্যাম্পের লে. কমান্ডার নাজিউর রহমান বলেন, মোবাইলে কাস্টমস বাইক বিডি নামে ফেসবুক পেইজে বিভিন্ন প্রকার মটরসাইকেল বিক্রির পোস্ট দেখে মটরসাইকেল কেনার জন্য নেত্রকোনা আটপাড়া গ্রামের উত্তম কুমার দত্ত অমলের ছেলে শরৎ দত্ত (২২) তাদের বিকাশে মোট পঁচাশি হাজার টাকা দেয়। পরবর্তীতে তাদের মোটর সাইকেল বা টাকা ফেরত না দিয়ে প্রতারণার ও টাকা আত্মসাৎ করে।
চলতি মাসের ১৭ তারিখে অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে নড়াইল কালিয়ার রঘুনাথপুর এলাকা থেকে র্যাব-৬ যশোর ক্যাম্প তাদেরকে আটক করা হয়। শাকিবের মোবাইলে কাস্টমস বাইক বিডি নামে ফেসবুক পেইজ ও খায়রুলের মোবাইলে টাকা নেয়া বিকাশ নম্বরের প্রমাণ পাওয়া যায়। এছাড়াও আসামিদের জিজ্ঞাসাবাদে তারা অলনাইন পেইজের মাধ্যমে বিভিন্ন মানুষের নিকট হতে অর্থ আত্মসাৎ করে থাকে বলে স্বীকার করে। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে নেত্রকোনা আটঘরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: অনিয়মের অভিযোগে তিন কর্মকর্তা বরখাস্ত