নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেলের দ্বি-বার্ষিক নির্বাচনে অনুপস্থিত ভোটারদের মনোনীত ব্যক্তিদের দিয়ে ভোট প্রদান না করার দাবি জানানো হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন বরাবর লিখিত আবেদন করেছেন আহাদ আয়রন স্টোরের সত্ত্বাধিকারী, সমিতির ২৩৬ নাম্বার ভোটার ও নির্বাচনে অন্যতম প্রার্থী এজাজ উদ্দিন টিপু। গতকাল তিনি নির্বাচন কমিশন বরাবর লিখিত দিয়েছেন।
সূত্র মতে, আগামী ১২ ডিসেম্বর বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেলের দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনের দিন কিছু ভোটার বিভিন্ন কারণে ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারবেন না। এক্ষেত্রে অনুপস্থিত ভোটারের পক্ষ থেকে তাদের মনোনীত প্রতিনিধি ভোট প্রদান করতে পারেন বলে ধরণা করা হচ্ছে। তাই অনুপস্থিত ভোটারের পক্ষে তাদের মনোনীত প্রতিনিধি যাতে ভোট প্রদান করতে না পারেন সেজন্য দ্রুত দাপ্তরিক ঘোষণার মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
আহাদ আয়রন স্টোরের সত্ত্বাধিকারী, সমিতির ২৩৬ নাম্বার ভোটার ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী এজাজ উদ্দিন টিপু লিখিত অভিযোগে দাবি করেছেন, অনুপস্থিত ভোটারের পক্ষ থেকে তাদের মনোনীত প্রতিনিধি ভোট প্রদান প্রক্রিয়ার সাথে আমরা পরিচিত নয়। এছাড়া একটি সুষ্ঠ ও স্বচ্ছ ভোটের ক্ষেত্রে হুমকি হতে পারে।
তিনি আরো উল্লেখ করেন, সকল ভোটারের পরিচয় যাচাইয়ের জন্য একটি উপযুক্ত প্রক্রিয়া প্রতিষ্ঠা করা এবং ভোট গ্রহণের সময় অনুপস্থিত ভোটারের পরিবর্তে অন্য কোন ব্যক্তির ভোট প্রদান নিষিদ্ধ করা প্রয়োজন।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের প্রধান যশোর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. মো. ইসহক বলেন, আমরা একটি আবেদন পেয়েছি। সেটা নিয়ে মিটিং করবো। তবে তফসিল ঘোষণার আগে এ বিষয়ে সুরহা হলে ভালো হতো।
প্রসঙ্গত, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিলো গতকাল ২৪ নভেম্বর। এদিন ৫৭টি মনোনয়নপত্রের মধ্যে জমা পড়েছে ৫৬টি। এর মধ্যে কাসেদুজ্জামান সেলিম ও এজাজ উদ্দিন টিপুর নেতৃত্বে সংস্কার ও উন্নয়ন পরিষদ ২৬টি, শাহিনুর হোসেন ঠান্ডু ও সেলিম রেজা বাপ্পি পরিষদ ২৭টি ও স্বতন্ত্র ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
