নিজস্ব প্রতিবেদক
বহু বিতর্কিত খাজুরা নিউ মাতৃসেবা ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক সেন্টারে অপচিকিৎসায় আবারও উন্নতি কর (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি সদর উপজেলার সেকেন্দারপুর গ্রামের বাসিন্দা।
মৃতের স্বামী নিরঞ্জন কুমার কর জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে জরায়ুর টিউমারে ভুগছিলেন। বুধবার বিকেলে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে নিউ মাতৃসেবা ক্লিনিকে ১০ হাজার টাকার চুক্তিতে ভর্তি করেন। ওই দিন রাতে সেখানে দায়িত্বরত ডাক্তার নাজনীন রীমি রোগী দেখে জানান, দ্রুত রোগীকে অপারেশন করাতে হবে। রাতেই উন্নতি করের জরায়ুর টিউমার অপারেশন করানো হয়। কিন্তু বৃহস্পতিবার ভোর রাতে রোগীর মৃত্যু হয়। এ সময় ক্লিনিক কর্তৃপক্ষ রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যেতে বলেন। স্বজনরা অ্যাম্বুলেন্সযোগে কিছু দূর আসলে বুঝতে পারেন আগেই রোগীর মৃত্যু হয়েছে। পরে মৃতের স্বজনরা তাকে বাড়িতে নিয়ে যান।
মৃতের স্বামীর অভিযোগ, অজ্ঞান ডাক্তার ছাড়াই অপারেশন কক্ষে কনসালটেন্ট নিজেই রোগীকে অজ্ঞান করেছেন। এ জন্য রোগীর আর জ্ঞান ফেরেনি। অপারেশনের আগে রোগীর কোনো পরীক্ষা নিরীক্ষা করানো হয়নি। রোগী আগে থেকেই দুর্বল ছিলো। মৃত্যুর পার রোগীর শরীর সম্পূর্ণ সাদা হয়ে গেছে। রক্তের জন্য তাদের আগে থেকে বলা হয়নি।
সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা আরিফুজ্জামান জানান, ওই প্রতিষ্ঠানের কোনো কাগজপত্র নেই। প্রতিষ্ঠানটি বন্ধ থাকার কথা। একাধিকবার তাদের সতর্ক করা হলেও গোপনে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছে।
সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, জেলায় কোনো অবৈধ প্রতিষ্ঠান চলবে না। ব্যবসা করতে হলে অবশ্যই নিয়মের ভিতরে থেকে করতে হবে। ইতিমধ্যে অভিযান শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। অবৈধ এ প্রতিষ্ঠানসহ সকল বিতর্কিত প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হবে।