নিজস্ব প্রতিবেদক
বিআইডাব্লিউটিএ’র অনুমোদন ছাড়া যশোরের ভৈরব নদের ছাতিয়ানতলা, দাইতলা ও রাজারহাট তিনটি ব্রিজ নির্মাণ কাজ অব্যাহত রাখার অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইজি) নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় অভিযোগ করা হয়েছে।
বিআইডাব্লিউটিএ এর খুলনা অঞ্চলে নৌ সংরক্ষণ ও পরিচালনা বিভাগের প্রধান পাইলট মানিক চৌধুরী গত বৃহস্পতিবার রাতে ওই অভিযোগ দেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, বিআইডাব্লিউটিএ অনুমোদন ছাড়া যশোর সদর উপজেলার রাজারহাট, দাইতলা ও ছাতিয়ানতলা নামক স্থানে ভৈরব নদের ওপর ব্রিজ নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। গত বছরের ১৪ সেপ্টেম্বর বিআইডাব্লিউটিএ নৌ সংরক্ষণ ও পরিচালনা বিভাগের ভারপ্রাপ্ত যুগ্ম পরিচালক মোহাম্মদ আশ্রাব উদ্দিন ওই তিনটি ব্রিজের নির্মাণ কাজ বন্ধের জন্য চিঠি প্রদান করেন। কিন্তু গত ৬ মার্চ সরেজমিন পরিদর্শন করে বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ জানতে পারে ওই নির্মাণ কাজ অব্যাহত রেখেছে যশোর স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর। এই কারণে ওই দিনই কোতোয়ালি থানায় একটি অভিযোগ দেয়া হয়।
অভিযোগপত্রে আরো বলা হয় বিআইডাব্লিউটিএ’র ছাড়পত্র নিয়ে ব্রিজ নির্মাণ করতে হবে। যদি না করে তবে যশোর স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হোক।