নিজস্ব প্রতিবেদক :
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্যায়ের প্রথম ম্যাচে মেহেরপুরের বিপক্ষে ৬০ রানে গুটিয়ে বড় ব্যবধানে হারে যশোর। তবে দ্বিতীয় ম্যাচে বাগেরহাটকে ৩৯ রানে গুটিয়ে ১২৪ রানের বড় জয় পায় সঞ্জয় সাহার শিষ্যরা। বুধবার দ্বিতীয় লেগে আবারও মেহেরপুরের কাছে পরাজয়ের স্বাদ পেয়েছে যশোর জেলা। তবে প্রথম ম্যাচের থেকে ব্যাটিংয়ে উন্নতি হয়েছে যশোরের। সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রথম ম্যাচে ৬০ রান গুটিয়ে যাওয়া যশোর এদিন করতে পেরেছে ৮৪ রান। তবে ৪৭ রানের পরাজয় ঠেকাতে পারেনি।
মেহেরপুর প্রথমে ব্যাট করে ৪৩ ওভার ৫ বলে সব কয়টি উইকেট হারিয়ে ১৩১ রান করে। ব্যাট হাতে দলের হয়ে রাজিব নেহাল খান ৬৩ বলে ৫৩ রান করে। এছাড়া ফয়সাল কবির ১৬ ও আদনান আতিফ ১৫ রান করে। বল হাতে যশোরের আসাদুল্লাহ গালিব ও সিয়াম রহমান রাকিন ৩টি করে উইকেট দখল করে। গালিব ৭ ওভারে ২১ রান ও রাকিন ৯ ওভারে ২০ রান দেয়।
জবাবে ব্যাট করতে নেমে ৩৫ ওভার ১ বলে ৮৪ রানে আটকে যায় যশোরের দলীয় ইনিংস। এর মধ্যে অতিরিক্ত থেকে আসে ৩৩ রান। দলের নয় নম্বর ব্যাটার আসিফ জামান সর্বোচ্চ ২৩ রান করে। এছাড়া আর কেউ দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেনি। মেহেরপুরের তাসিন ওয়াহিদ ও অনুরোধা ৩টি করে উইকেট দখল করে। এরপাশে নাভিদ নেওয়াজ ও শামীম রহমান ১টি করে উইকেট দখল করে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে যশোর ৩০ ডিসেম্বর বাগেরহাটের মুখোমুখি হবে।
