নিজস্ব প্রতিবেদক :
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্যায়ের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে যশোর। শনিবার সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে মেহেরপুরের বিপক্ষে ৬০ রানে গুটিয়ে যায় তারা। এই রান করতে মেহেরপুরকে খুব বেশি বেগ পেতে হয়নি। ২৫ ওভার ৫ বল ও তিন উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ইমরুল কায়েসের উত্তরসূরিরা।
যশোরের অধিনায়ক টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে যশোর। শেষ পর্যন্ত ২১ ওভার ৪ বলে ক্রিজে থেকে ৬১ রান করতে পারে। এর মধ্যে ২১ রান আসে অতিরিক্ত থেকে। যশোরের ১০ নং ব্যাটার আসিফ জামান ব্যাট হাতে সর্বোচ্চ ১০ রান করেন। এছাড়া আর কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি। দুইজন ফিরেছেন শূন্য রানে।
মেহেরপুরের তাসিন ওয়াহিদ ৬.৪ ওভারে ৩টি মেডেনসহ ১৪ রানে ৪টি, নাভিদ নেওয়াজ ১০ রানে তিনটি, অনুরোধা, আতিফ আদনান, শামীম রহমান ১টি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে মেহেরপুরের দুই ওপেনার আতিফ আদনান ও তাসিন ওয়াহিদ দুজনে মিলে ৩৭ রানে তুলে ফেলে। ৪ বলের মধ্যে দুই ওপেনারকে ফিরিয়ে দিয়েছিল ম্যাচ ফেরার চেষ্টা করে। তবে তিন ব্যাটার রাজিব খানের অপরাজিত ১৬ রানের কল্যাণে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। রাজিবের ২৭ বলের ইনিংসে ছিল ৩টি চারের মার। এছাড়া আদনান ১৫ ও তাসিন ওয়াহিদ ১০ রান করে।
বল হাতে যশোরের আসাদুল্লাহ আল গালিব ৩ ওভারে ১০ রানে ২টি ও সাদিক হোসেন ১টি উইকেট দখল করে।
২৬ ডিসেম্বর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বাগেরহাটের মুখোমুখি হবে যশোর। দ্বিতীয় লেগে ২৮ ডিসেম্বর মেহেরপুরের বিপক্ষে ও ৩০ ডিসেম্বর বাগেরহাটের মুখোমুখি হবে।