নিজস্ব প্রতিবেদক
দলীয় অধিনায়ক আসাদুল্লাহ আল গালিবের অলরাউন্ড পারফরম্যান্স, অর্ঘ ঘোষের ফিফটি ও জায়েদ ইবনের বোলিং নৈপূন্য ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার খুলনা বিভাগের সেরা হয়েছে যশোর জেলা। শনিবার চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে যশোরের দেয়া ২৬১ রানের জবাবে পুরো ৫০ ওভার খেলে ১৭৫ রান করতে পারে খুলনা জেলা। ৮৬ রানের জয়ে ৫বছর পর খুলনা বিভাগের শ্রেষ্ঠত্ব অর্জন করলো যশোরের কিশোররা। সর্বশেষ ২০১৭-১৮ মৌসুমের চ্যাম্পিয়ন হয়েছিল বলে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেলা কোচ আজিমুল হক।
এদিন টসে জিতে যশোরের অধিনায়ক গালিব ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ওপেনিং জুটিতে ৫ ওভার ২ বলে ২৫ রান আসে। এরপরই অর্ঘ ঘোষকে নিয়ে শতক ছাড়ানো জুটি গড়ে গালিব। দুজনে একসাথে থেকে ১১২রান স্কোর বোর্ডে জমা করেন। দুজনই অর্ধশতকের দেখা দেখা পান। তবে কেউ তাদের স্কোরকে বড় করতে পারেনি। গালিব ৪৮ বলে ৮টি চার ও ৪টি ছয়ে ৬৫ রান করে। গালিবের মতো দ্রুত রান না তুললেও অর্ঘ খেলেন ৬৪ রানের ইনিংস। অর্ঘের ৭৩ বলেরর ইনিংসে ছিল ১১টি চারের মার। এ দুজন আউট হওয়ার পর যশোরের আর কেউ বড় ইনিংস খেলতে না পারলেও বেশ কয়েকটি মাঝারি ইনিংস দেখা যায়। তাতে পুরো ৫০ ওভার খেলে ২৬১ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় যশোর।
বল হাতে খুলনার নাঈম রাজ, রাজ বিশ্বাস ও আহনাফ দুটি করে উইকেট দখল করে।
পরে বল হাতে দারুন শুরু এনে দেন যশোরের বোলাররা। ৩১ রানের মধ্যে খুলনার টপ অর্ডারের তিন ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখিয়ে দেন। দলীয় শতক পুরন হওয়ার আগেই সেই সংখ্যাটা ছয় হয়ে যায়। তবে শেষ দিকে হাসান ইব্রাহিম ও আহনাফ হাসানের ৩০ ছাড়ানো ইনিংসে জয় পেতে কিছু দেরি হয় যশোরের। শেষ পর্যন্ত পুরো ৫০ ওভার খেলে তারা ৮ উইকেট হারিয়ে ১৭৫ রান করতে পারে। হাসান ইব্রাহিম ৭৫ বলে তিন চারে ৩২ ও আহনাফ ৬৪ বলে ৪টি চারে ৩৫ রান করে।
বল হাতে যশোরের জায়েদ ইবন ৬ ওভার হাত ঘুরিয়ে ১টি মেডেনসহ ৯ ও গালিব ২৬ রানে ৩টি করে উইকেট দখল করেন।
