নিজস্ব প্রতিবেদক :
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্যায়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে যশোর জেলা। মঙ্গলবার খুলনা জেলা স্টেডিয়ামে চুয়াডাঙ্গার জেলাকে পরাজিত করে ‘ক’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠার লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেছে তুষার ইমরান-সৈয়দ রাসেলের উত্তরসূরীরা।
চুয়াডাঙ্গাকে ১১২ রানে গুটিয়ে দিয়ে জয়ের ভিত গড়ে দিয়েছিল যশোরের বোলাররা। সেই ভিতের উপর দাঁড়িয়ে ব্যাটারদের জয় পেতে খুব বেশি বেগ পেতে হয়নি। ১০৬ বল ও ৩ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় গৌতম দত্তের শিষ্যরা।
১১২ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই চার রানে সাজঘরে ফিরে যায় মুবতাসিম। তবে পরের ব্যাটারদের কেউ বড় ইনিংস না খেললেও তিনজনের বিশ ছাড়ানোর ইনিংসে উপর ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় যশোর। সাত নম্বর ব্যাটার সানোয়ার হোসেন সর্বোচ্চ অপরাজিত ২৬ রান করে। সানোয়ারের ৪১ বলের ইনিংসে ছিল ৩টি চারের মার। এরপাশে রাকিবুল হাসান ও সোহানুর ইসলাম ২১ রান করে সংগ্রহ করে। এছাড়া অতিরিক্ত থেকে যশোরের স্কোর বোর্ডে জমা হয় ৩৬ রান। বল হাতে চুয়াডাঙ্গার ইরফান রাতুল ২১ রানে তিনটি ও খালিদ হাসান ৩২ রানে ২টি উইকেট দখল করে।
এর আগে সকালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চুয়াডাঙ্গার অধিনায়ক ইরফান হোসেন। ব্যাট করতে নেমে যশোরের দুই স্পিনার সোহানুর রহমান ও আতিশ হাসানের বোলিং তোপে ৪৪ ওভার ৫ বলে অল আউট হওয়ার আগে করতে পারে ১১২ রান। ডানহাতি অফ স্পিনার সোহান ১০ ওভারের কোটা পূরণ করে ২৫ রানে তিন উইকেট নেয়। আতিশ হাসান তার বাঁহাতের ঘূর্ণিতে সোহানের সমান তিন উইকেট নিলেও দেয় ৩২ রান। এর পাশে আবির হাসান, ইয়াসিন আহমেদ ও সানোয়ার ১টি উইকেট দখল করে। তবে কোন উইকেট না পেলেও ডানহাতি পেস বোলার সাদমান ইসলাম দারুন বোলিং করেছেন। ৫ ওভার বল করে ২ মেডেনসহ দেয় ৯ রান।
ব্যাট হাতে চুয়াডাঙ্গার ওপেনার লতিফুল হোসেন সর্বোচ্চ ৬৩ বলে তিন চারে ২৭ রান করে। এরপাশে বায়োজিত হোসেন ১৮, ইরফান হোসেন ১৬, আহনাফ লাবিব ১৫ ও খালিদ বিন শরিফুল ১৩ রান করে।
২০ জানুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে যশোরের প্রতিপক্ষ সাতক্ষীরা।
১ Comment
Pingback: ‘ছয় মাসের রিভিউ’ থাকছে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে - দৈনিক কল্যাণ