নিজস্ব প্রতিবেদক :
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্যায়ে টানা দ্বিতীয় বারের মতো সেমিফাইনালে যায়গা করে নিয়েছে। শুক্রবার খুলনা জেলা স্টেডিয়ামে সাতক্ষীরা জেলাকে পরাজিত করে ‘ক’ গ্রুপে সেরা হয়ে সেমিফাইনালে নিশ্চিত করেছে তুষার ইমরান-সৈয়দ রাসেলের উত্তরসূরিরা। সর্বশেষ আসরে ফাইনালে মেহেরপুরের কাছে হেরে যায় যশোর।
সাতক্ষীরাকে ১০৭ রানে গুটিয়ে দিয়ে ৫৬ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় গৌতম দত্তের শিষ্যরা। ১০৮ রানের জবাবে ব্যাট করতে নেমে যশোরের দুই ওপেনার মুবতাসিম ও রাকিবুল হাসান দারুন শুরু এনে দেন। মুবতাসিম ব্যক্তিগত ১৪ রানে আউট হলে ভাঙ্গে ২৯ রানের জুটি। মুবতাসিমের ১৮ বলের ইনিংসে ছিল ২ ছয়ের মার। দলের খাতায় ছয় রান যোগ হতে ফিরে যায় অপর ওপেনার রাবিকুলও। তবে এই দুজনের আউট হওয়ার ৫৫ রানের জুটি দলকে জয়ের দারপ্রান্তে নিয়ে যায় সোহানুর ইসলাম ও কাবিদ আল সিয়াম। দলের জয় থেকে ১৮ রান দূরে থাকতে সাজঘরের পথ ধওে সিয়াম। যাওয়ার আগে দুই চার ও এক ছয়ে ২৩ রান করে। সিয়াম আউট হওয়ার হুড়মুড় করে ভেঙ্গে পড়ে যশোরের মিডল অর্ডার। ৫ রানের মধ্যে হারিয়ে বসে ৩ উইকেট। তবে রাহাত পারভেজ ও আরিফুজ্জামানে ব্যাটে ৪০ ওভার ৪ বলে জয় নিয়ে মাঠ ছাড়ে যশোরের কিশোররা। রাহাত ২৯ বলে দুই চারে ১৩ রানে ও আরিফুজ্জামান ৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়ে। বল হাতে সাতক্ষীরার রমজান মোড়ল ১৪ রানে ৪টি ও ইয়াসিন আরাফাত ৯ রানে ২টি উইকেট দখল করে।
এর আগে সকালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সাতক্ষীরার অধিনায়ক তুর্য। ব্যাট করতে নেমে ২৬ রানে চার উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। সেখানে থেকে দলকে লক্ষ্য পথে নেয়ার চেষ্টা করে শ্রাবন ও রমজান মোড়ল। তবে তাতে বাধ সাধেন যশোরের আরিফুজ্জামান। পঞ্চম উইকেটের জুটি ৪২ পেরোনোর আগেই রমজানকে সাজঘরের পথ দেখায়। এরপর সাতক্ষীরা আর বেশিদূর এগোতে পারেনি। ৩৮ ওভারে ১০৭ রানে গুটিয়ে যায় সাতক্ষীরার দলীয় ইনিংস।
ব্যাট হাতে সাতক্ষীরার এজেড শ্রাবণ ৬৪ বলে ২চার ও এক ছয়ে ২৭ ও রমজান ৩৭ বলে ১৮ রান করে। যশোরের অধিনায়ক সোহানুর সাতক্ষীরাকে গুটিয়ে দিতে ৮জন বোলার ব্যবহার করেছেন। এর মধ্যে রাহাত পারভেজ ১০ রানে ও আবির হাসান ১৭ রানে ৩টি করে উইকেট দখল করে। এরপাশে তারিক সামি ৮রানে ২টি, সাদমান খান ও আরিফুজ্জামান ১টি করে উইকেট দখল করে।
২৪ জানুয়ারি সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে সেমিফাইনালে খেলবে যশোর। যদিও যশোরের প্রতিপক্ষ কে তা টিম ম্যানেজমেন্ট জানাতে পারেনি।