নিজস্ব প্রতিবেদক
শেখ কামাল অনূর্ধ্ব-১৮ ক্রিকেটের খুলনা বিভাগীয় প্রতিযোগিতার শিরোপার পুনরুদ্ধারের মিশনে দুর্দান্ত শুরু করেছে যশোর। শুক্রবার নড়াইল জেলা স্টেডিয়ামে মেহেরপুরকে ৪৭ রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেটের বড় জয় তুষার ইমরান-সৈয়দ রাসেলের উত্তরসূরিরা।
মেহেরপুর টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তবে যশোরের দুই পেসার রাহুল হোসেন ও আবির হোসেনের তোপে ক্রিজে টিকতেই পারেনি মেহেরপুরের টপ অর্ডার ব্যাটাররা। পরে দুই স্পিনার আজিজুল হাকিম তামিম ও সৈকত মল্লিক উইকেট শিকারে যোগ দিলে ১৭ ওভার দুই বলে ৪৭ রানে গুটিয়ে যায়। মেহেরপুরের আলিফ হোসেন ১০ ছাড়া আর কেউ দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেনি। যশোরের সৈকত মল্লিক ২ ওভার ৫ বলে ৩ রানে ৪টি, আবির হোসেন ৬ ওভারে ১টি মেডেনসহ ৫ রানে ৩টি, তামিম ২টি ও রাহুল একট উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে ৯ রানে দুই উইকেট হারিয়ে ফেলে যশোর। তবে আজিজুল হাকিম তামিম ও আদ্রিব জামান বর্ণ আর কোন অঘটন ঘটতে দেয়নি। তৃতীয় উইকেটে দুজনে অপরাজিত ৩৯ রান সংগ্রহ করেন। তামিম ও বর্ণ যখন জয় নিয়ে মাঠ ছাড়ে তখনও যশোরের হাতে ছিল ২৪৭ বল। তামিম ৪৯ বলে একটি চার ও ছয়ে অপরাজিত ২৫ ও বর্ণ ২৫ বলে ২টি চারে ১৫ রানে অপরাজিত ছিলেন। পাঁচ নভেম্বর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে যশোরের প্রতিপক্ষ চুয়াডাঙ্গা।