নিজস্ব প্রতিবেদক
ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৮ খুলনা বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতার আগের ম্যাচে বাগেরহাটের সাথে বড় জয়ে অলরাউন্ড পারফরম্যান্স করেন যশোরের আরিফুজ্জামান আরিফ। ব্যাট হাতে ঝড়ো ৬১ রানের পর বল হাতে ১২ রানের বিনিময়ে তুলে নেন দুই উইকেট। শনিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাগুরার বিপক্ষে ব্যাট-বল হাতে ছন্দ ধরে রেখেছেন যশোর শিক্ষা বোর্ড স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। এদিন খুলনা জেলা স্টেডিয়ামে ব্যাট হাতে ফিফটির পর বল হাতে নিয়েছেন তিন উইকেট। তাতে প্রতিপক্ষ মাগুরার বিপক্ষে ৩২ রানের জয় পেয়েছে যশোরের তরুণরা। এ জয়ে সেমিফাইনালের আশা বেঁচে রয়েছে যশোরের। অন্যদলগুলোর ফলাফলের ওপর নির্ভর করছে যশোরের সেমিফাইনালে যাওয়ার বিষয়টি।
ঘন কুয়াশার কারণে ৫০ ওভারের ম্যাচটি নামিয়ে আনা হয় ৩২ ওভারে। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে নয় উইকটে হারিয়ে ১৭৭ রান করে যশোর। পরে ব্যাট করতে নেমে ৩১ ওভার চার বলে সব ক’টি উইকেট হারিয়ে ১৪৫ রান করে মাগুরা।
যশোরের ব্যাটিং ইনিংসে আহসান হিমেল ২৫ বলে তিনটি চারে ১৮, মুবতাসিম সাদিক ৪৪ বলে চারটি চারে ২৯, কাবিদ আল সিয়াম এক বলে শূণ্য, মাহিনুর রহমান ২৩ বলে একটি চার ও ছয়ে ১৯, আরিফুজ্জামান ৫৪ বলে পাঁচটি চার ও দু’টি ছয়ে ৫১, ফারহান সিদ্দিকী ২০ বলে একটি চার ও দু’টি ছয়ে ২০, আবীর পাল এক বলে শুণ্য, সাদিক হোসেন ১৫ বলে একটি চার ও ছয়ে ১৪ ও মেহেদী আবির চার বলে দু’টি চারে ১৪ রান করেন।
বল হাতে মাগুরার রিফাত হোসেন ২৮ রানে তিনটি, আশিকুল ৪১ ও রাহাত ৩৯ রানে দু’টি করে এবং একটি উইকেট নিয়েছেন রায়হান রাজ।
মাগুরার ব্যাটিং ইনিংসে হাসান ইমন ৩৩ বলে ছয়টি চারে ৩১, আপন কুমার ১৮ বলে পাঁচ, আল রাব্বি ১৬ বলে একটি চারে ছয়, রাহাত ৬৩ বলে সাতটি চারে ৪৯, বায়জীদ ১৪ বলে দুই, আল আমিন মোল্লা ২২ বলে একটি চার ও ছয়ে ১৯, উৎসব বিশ্বাস আট বলে চার, রায়হান রাজ ১০ বলে একটি ছয়ে ১০ রান করেন।
বল হাতে যশোরের আরিফুজ্জামান ২৩ রানে তিনটি, আবীর পাল ২২, সালমান ফারসী ৩১ ও কাবিদ আল সিয়াম ১৪ রানে নিয়েছেন দু’টি করে উইকেট। একটি উইকেট দখল করেন ফারহান সিদ্দিকী।
