নিজস্ব প্রতিবেদক
ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৮ খুলনা বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতার প্রথম ম্যাচে ১৪৯ রান করেও বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে জয় পায় যশোর। দ্বিতীয় ম্যাচে ১৩৭ রানের পুঁজি নিয়ে প্রতিপক্ষ খুলনার ৭ উইকেট তুলে নিয়ে লড়াই করলেও ম্যাচ বাঁচাতে পারেনি। চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে খুলনা জয় পেয়েছে ৩ উইকেট আর ৭১ বল হাতে রেখে।
খুলনা টসে জিতে প্রথমে যশোরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। দুই উইকেট হারিয়ে ৭২ তুলে দারুন শুরুও পায় যশোর। তবে এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৯ ওভার ৫ বলে ১৩৭ রানে গুটিয়ে যায় যশোরের দলীয় ইনিংস।
ব্যাট হাতে যশোরের তরফদার মুবতাসিম সাদিক ১৩৩ বলে ৪টি চারে ৫০ রান করে। এরপাশে মাহিনুর ২১ ও সোহানুর রহমান ১০ রান করে। খুলনার পক্ষে শিমুল হক ৪০ রানে ৩টি, হাসিবুর ও রাকিবুল ২টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে খুলনা ৩৮ ওভার ১ বলে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। ব্যাট হাতে খুলনার নাহিয়ান হাসান ৯৯ বলে ৬টি চার ও ২টি ছয়ে ৬১ রান করে। এছাড়া এসএম নাহিয়ান ১৭, রুবায়েত ১৫ রান করে। যশোরের পক্ষে সাজ্জাদ হোসাইন ৯ রানে, সৈকত মল্লিক ৩৬ ও তরফদার মুবতাসিম সাদিক ২০ রানে দুটি করে উইকেট দখল করে।