ক্রীড়া প্রতিবেদক
শেখ কামাল অনূর্ধ্ব-১৮ ক্রিকেটের খুলনা বিভাগীয় প্রতিযোগিতায় টানা তৃতীয় জয় পেয়েছে যশোর। মঙ্গলবার নড়াইল জেলা স্টেডিয়ামে মেহেরপুরকে ১২৭ আটকে দিয়ে দুই উইকেটের জয় পেয়েছে তুষার ইমরান-সৈয়দ রাসেলের উত্তরসূরিা। প্রথম লেগে মেহেরপুরকে ৪৮ রানে গুটিয়ে ৮ উইকেটের বড় জয় পাওয়া আসাদুল্লাহ খান বিপ্লবের শিয্যরা এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করেছে।
এদিন টসে যশোরের অধিনায়ক আজিজুল হাকিম তামিম প্রতিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানান। মেহেরপুর ব্যাট করতে নেমে ৩৭ ওভার ৩ বলে সব কয়টি উইকেট হারিয়ে ১২৬ রান করে। ব্যাট হাতে দলের পক্ষে হাসিবুল হোসেন ৮০ বলে ৬টি চার ও একটি ছয়ে সর্বোচ্চ ৪০, সাব্বির আহমেদ ১৮ ও শফিক ১৩ রান করেন। যশোরের বাঁহাতি স্পিনার সৈকত মল্লিক ৮ ওভার ৩ বলে ৩৮ রানে ৫টি, বাঁহাতি পেসার রাহুল হোসেন ৮ ওভারে ১টি মেডেনসহ ১৬ রানে ২টি, মৃদুল ২৬ রানে দুটি ও তামিম ১টি উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার তামিম ও অপরাজেয় আজাদ হিমেল। ৫ ওভার ৩ বল ক্রিজে থেকে ৩৯ রান করে। তবে এরপরে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে। তবে শতক পূর্ণ হওয়ার আগেই ৮ উইকেট হারিয়ে ফেলা দলকে উদ্ধার করেন রাহুল ও সাঈদ আনোয়ার। দুজনের ২৭ রানে জুটিতে ৩৬ ওভার ১ বলে জয় নিশ্চিত করে। রাহুল ২০ বলে একটি চার ও ছয়ে ১৭ রানে অপরাজিত ছিলেন। অপর অপরাজিত ব্যাটার আনোয়ার করেন ২৫ বলে ২১ রান। এরপাশে তামিম ৩৫ বলে ৩টি চার ও একটি ছয়ে ৩০ রান করেন।
মেহেরপুরের সাব্বির আহমেদ, সোহানুর রহমান ও হাসিবুল ২টি করে এবং শফিক ও সোহাগ ১টি করে উইকেট দখল করেন। বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে চুয়াডাঙ্গার মুখোমুখি হবে যশোর।