নিজস্ব প্রতিবেদক :
শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার দক্ষিণাঞ্চলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যশোর। শনিবার চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে তারা ৮৩ রানে নড়াইল জেলাকে পরাজিত করে।
যশোরের করা ১৭৫ রানের জবাবে নড়াইল গুটিয়ে যায় ৯২ রানে। ৮৩ রানের বড় জয়েও গ্রুপ পর্ব পার হতে পারেনি হাবিবুল বাশারের শিষ্যরা। রানরেটে এগিয়ে থেকে প্রতিযোগিতার ‘বি’ গ্রুপের সেরা হয়ে বাগেরহাট সেমিফাইনালে গিয়েছে বলে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেলা কোচ আজিমুল হক।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৩ বলে ১৭৫ রান করে। দলের হয়ে অপরাজেয় আজাদ হিমেল সর্বোচ্চ ৩১ রান করেন। এরপাশে বাঁহাতি পেসার রাহুল হোসেন ৩১ বলে ৫টি চার ও ১টি ছয়ে ২৯, শাহিদুজ্জামান সাদ ২৪ ও হোসাইন ১৮ রান করেন। অতিরিক্ত থেকে দলের খাতায় যোগ হয় ২৭ রান।
নড়াইলের হয়ে রিয়াদ আলী খান ও আরাফাত রহমান ২টি করে উইকেট দখল করেন।
১৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে যশোরের দুই বঁহাতি রাহুল হোসেন ও আজমান হোসেনের বোলিং তোপে ২৪ ওভার ২ বলে ৯২ রানে গুটিয়ে যায় নড়াইলের দলীয় ইনিংস। বাঁহাতি পেসার রাহুল হোসেন ৮ ওভারে ৪৪ রানে ৪টি, বাঁহাতি স্পিনার আজমান হোসেন ২০ রানে ৩টি উইকেট দখল করেন। এরপাশে রাইসুল ইসলাম ৭ রানে ২টি উইকেট দখল করে।
ব্যাট হাতে নড়াইলে ইব্রাহিম ৪১ বলে ৩৮, রিয়াদ আলী খান ১৫ ও হামিম মোল্লা ১৩ রান করেন।