নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের হয়ে ভারতের আসাম সফরে দারুণ শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। পরে যশোর জেলা দলের হয়ে খেলতে পারেননি বড় ইনিংস। তবে শেখ কামাল অনূর্ধ্ব-১৮ খুলনা বিভাগীয় ক্রিকেট প্রতিযোতিার প্রথম ম্যাচে ১৪৩ রানের অনবদ্য ইনিংস খেলেছেন যশোরের বাঁহাতি ওপেনার আজিজুল হাকিম তামিম।
বুধবার সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তামিমের ১৫২ বলের ইনিংসে ছিল ১৮ চার ও তিনটি ছয়ের মার। তবে তামিমের এমন দুর্দান্ত ইনিংসের পরও খুলনা বিভাগের দলীয় ইনিংস গুটিয়ে যায় ১৯৮ রানে। তার মানে দলের ৭২ ভাগের উপর রান আসে তামিমের ব্যাট থেকে।
এর আগে ঢাকা উত্তরের প্রথম ইনিংসে করা ৪০২ রানের জবাবে খুলনা ব্যাট করতে নেমে করতে পারে ৭৭ রান। ফলোঅনে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ১৯৮ গুটিয়ে হেরেছে ইনিংস ও ১২৭ রানে। প্রথম ইনিংসে তামিম করতে পারে ৮ রান।
যশোরের আর এক ক্রিকেটার বাঁহাতি পেসার রাহুল হোসেন একমাত্র ইনিংসে ১১ ওভার বল করে ৫৩ রানে কোন উইকেট নিতে পারেনি।
