নিজস্ব প্রতিবেদক :
বাহরাইনে আগামী আগস্টে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২০ এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপের জন্য ৩১ জন খেলোয়াড় নিয়ে ১৬ জুন শুরু হয়েছে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প।
শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে শুরু হওয়া ক্যাম্পে সুযোগ পেয়েছেন যশোরের দুই খেলোয়াড়। তারা হলেন আবু সাকিব ওয়েন ও সাহারাজ হোসেন।
যশোরের এই দুই কৃতি সন্তানের বাড়ি ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা গ্রামে। আবু সাকিব ওয়েনের পিতা হচ্ছেন আবু হায়দার ও সাহারাজ হোসেনের পিতা শাখাওয়াত হোসেন। এই আবাসিক ক্যাম্প থেকেই বাছাই করা হবে অনূর্ধ্ব-২০ ভলিবল খেলোয়াড়দের। অনূর্ধ্ব-২০ এশিয়ান ভলিবলের ২১তম আসর বসবে ২১ আগস্ট। চলবে ২৯ আগস্ট পর্যন্ত।