নিজস্ব প্রতিবেদক
যশোরে প্রিয়তা আফরোজ মিলি নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে আত্মহত্যা প্ররোচণার অভিযোগে থানায় মামলা হয়েছে। ২৪ এপ্রিল রাতে শহরতলীর শেখহাটি তমালতলার মিয়া আলতাফের স্ত্রী এবং নিহতের মা রোজিনা খাতুন কোতোয়ালি থানায় এই মামলাটি করেছেন।
মামলায় আসামি করা হয়েছে নিহতের স্বামী সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের কিসমত মন্ডলপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে এবং মৃত মিলির স্বামী শাহিনুর রহমান সেতুকে।
রোজিনা খাতুন মামলায় জানিয়েছেন, তার স্বামী ইতালিতে চাকরিরত আছেন। যশোর শহরের দড়াটানা এমএম আলী রোডের সৌরভ সু নামে তার একটি জুতার দোকান আছে। শাহিনুর রহমান সেতু ওই দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো। তার মেয়ে প্রিয়তা আফরোজ মিলি মাঝেমধ্যে ওই দোকানে তার মায়ের কাছে আসা-যাওয়া করতো। আসা-যাওয়ার মাঝে শাহিনুর রহমান সেতুর সাথে মেয়ে মিলির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের বিয়ে দেয়া হয়। বিয়ের সময় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন সাংসারিক মালামাল দেয়া হয়। কিন্তু খুঁটিনাটি বিষয় নিয়ে প্রায়ই সময় মেয়েটিকে গালিগালাজসহ মারপিট করতো সেতু। বিষয়টি মেয়ে মিলি তার মাকে জানাতো। এরই মধ্যে মেয়েটি চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গত ২২ এপ্রিল বিকেল তিনটার দিকে গালিগালাজের পর সেতু বলছে যতদিন তুই না মরবি ততদিন আমি তোকে নির্যাতন চালিয়ে যাবো। ওইদিন তিনটা ২০ মিনিটের দিকে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে মিলি। খবর পেয়ে সেতুর বাড়ি থেকে মেয়ের লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। এরপর ময়নাতদন্ত শেষে দাফন করে পারিবারিকভাবে আলোচনা করে থানায় এই মামলাটি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই রঞ্জন কুমার মালো বলেন, আসামি গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
