বাগআঁচড়া প্রতিনিধি
আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনে ‘অপপ্রচারের’ প্রতিবাদে ৬নং ওয়ার্ডের পাঞ্জাবী প্রতিকের প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবু সংবাদ সম্মেলন করেছেন। রোববার ভবেরবেড় গ্রামে তার নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
এসময় স্থানীয় গ্রামবাসী, কর্মী-সমর্থক, সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোস্তাফিজুর রহমান বাবু বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষাণিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা এলাকায় নানা রকমের মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে। এলাকায় অপপ্রচার ছড়িয়েছে আমি নির্বাচন হতে সরে গেছি। এতে করে আমার নির্বাচনী আমেজ নষ্ট হচ্ছে। কুচক্রি মহলের এহেন কর্মে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, এর আগেও ওই কুচক্রি মহলের সমর্থকরা আমার নির্বাচনী প্রচারনায় বাধাগ্রস্থসহ আমার কর্মী-সমর্থকদের ভোটের মাঠ হতে সরাতে হুমকি-ধামকি দিয়েছে। ইতিমধ্যে আমি বিষয়টি বেনাপোল পোর্টথানা পুলিশকে জানিয়েছি। আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার ওয়ার্ডবাসীসহ বেনাপোলবাসীকে আশ^স্ত করতে চাই আগামী ১৭ জুলাই ভোটগ্রহণ শেষ পর্যন্ত আমি পাঞ্জাবী প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে থাকবো।
সাধারণ ভোটাদের উদ্দেশ্যে তিনি বলেন, কোন প্রকার গুজবে বিচলিত না হয়ে আপনাদের মূল্যবান ভোটটি পাঞ্জাবী প্রতীকে দিয়ে আপনাদের খেদমত করার সুযোগ দিন।
সংবাদ সম্মেলন হতে তিনি ৬নং ওয়ার্ড ভবেরবেড় গ্রামে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন।
প্রসঙ্গত, বেনাপোল পৌরসভার অন্যতম একটি ওয়ার্ড ৬নং ওয়ার্ড। এখানে সর্বমোট ভোটার সংখ্যা ৪৯৪৩ জন। এর মধ্যে মহিলা ভোটার রয়েছে ২৫৮৩ জন। পাঞ্জাবী প্রতিকের প্রার্থী ছাড়াও আরো ৫ জন প্রার্থী ৬নং ওয়ার্ড হতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১৭ই জুলাই বেনাপোল পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।