নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোর শাখার আয়োজনে ক্লেমন টি-২০ একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউট। বুধবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে উপশহর ক্রিকেট একাডেমিকে ৭১ রানে হারিয়ে শিরোপা নিজেদের করেছে নিয়েছে ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউট।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউটের অধিনায়ক আশিকুল ইসলাম নিলয়। ব্যাট করতে নেমে ভালো শুরু এনে দেন দুই ওপেনার সৈয়দ আনোয়ার রাহিব ও জুনায়েদ। দ্রুত তিন উইকেট হারিয়ে রান তোলার গতি কমে যায়। মনে হচ্ছিল ১৭ ওভারে ১২০-৩০ পর্যন্ত করতে পারে। তবে রেজওয়ান ব্যাট করতে নেমে সব হিসাব নিকাশ বদলে দেন। ব্যাটে ঝড় তোলেন। রেজওয়ানের ব্যাটিং ঝড়ে নির্ধারিত ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৩ রান করে তারা। রেজওয়ান ২৮ বলে ৩টি চার ও ৯টি ছয়ে ৭৭ রান। এছাড়া হৃদয় মোল্লা ২৯, জুনায়েদ হোসেন ২২ ও সাঈদ আনোয়ার রাহিব ১৬ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৫ রান। উপশহর ক্রিকেট একাডেমির বাঁহাতি স্পিনার রাইসুল ৩১ রানে ৩ টি এবং ইমন ১৭ রানে ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ১৫ ওভার ৩ বলে ১০২ রানে অলআউট হয়ে যায় উপশহর ক্রিকেট একাডেমির দলীয় ইনিংস। দলের পক্ষে উইকেটকিপার ব্যাটার মিকাইল ৩১, মিল্টন ২২ ও রাইসুল অপরাজিত ১০ এবং জুবায়ের ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৮ রান। ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউটের রেজওয়ান ৭ রানে ও আশিকুল ইসলাম নিলয় ১১ রানে ৩ টি এবং হৃদয় মোল্লা ২১ রানে ২ টি উইকেট পান।
অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ফাইনালে ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউটে রেজওয়ান। এছাড়া সর্বোচ্চ রান সংগ্রাহক উপশহর ক্রিকেট একাডেমির মিকাইল (১৪৪ রান), সর্বোচ্চ উইকেট শিকারি আজমান ও আশিকুল ইসলাম নিলয় (১২ উইকেট), সেরা ফিল্ডার ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউটে সাঈদ আনোয়ার, সেরা আলরাউন্ডার আশিকুল ইসলাম নিলয় (৯১ রান ও ১২ টি উইকেট), সর্ব কণিষ্ঠ খেলোয়াড় মুসলিম ফ্রেন্ডেসের ইশান সরদার এবং উদীয়মান খেলোয়াড় ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউটে হৃদয় মোল্লা।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান ও এজেডএম সালেক। সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন যশোর শাখার সহসভাপতি আলমগীর সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আসাদুল্লাহ খান বিপ্লব।