পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেছেন, অপসংস্কৃতি রোধ করতে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা গ্রহণের সাথে সাথে শিক্ষার্থীদের দেশ সেবায় এগিয়ে আসতে হবে। মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যত। মঙ্গলবার সকালে খুলনার পাইকগাছা সরকারি কলেজের ২০২১-২২ সালের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ, গনিরাম ভবন ও লাইব্রেরী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবউদ্দীন ফিরোজ বুলু, জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, থানার সেকেন্ড অফিসার মোশারফ হোসেন, আওয়ামী লীগ নেতা এস এম রেজাউল হক। প্রভাষক মাসুদুর রহমান মন্টুর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরন মন্ডল। আলোচনা সভা শেষে নবীন শিক্ষার্থীদের হাতে কলম ও প্রসপেকটাস তুলে দেয়া হয়।