নিজস্ব প্রতিবেদক: যশোরের খালধার রোড এলাকার মাছ ব্যবসায়ী অনুরাগ ইসলাম অপু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আনোয়ার হোসেনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। রোববার বেলা ১১ টার সময় শংকরপুর নতুন বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আনোয়ার খালধার রোড এলাকার মৃত আকবার আলী শেখের ছেলে। রোববার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, গত ৭ জুন সকাল ৬ টায় খালধার রোডের আমিনিয়া মাদ্রাসার সামনে অপুকে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। পরে ঢাকায় নেয়ার পথে অপুর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা পশ্চিমবারান্দীপাড়া খালধার রোডের নুর জাহান সীমা সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩/৪ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি আনোয়ার হোসেন। অপু ওই এলাকার হাবিবুর রহমান হবির ছেলে। তিনি নিজেও হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন।