নিজস্ব প্রতিবেদক
অবশেষে ২০২২-২৩ মৌসুমের যশোর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অসমাপ্ত সুপার ফোর পর্বের ফিক্সার প্রদান করা হয়েছে। ফিক্সার অনুযায়ী ২৬ নভেম্বর মুখোমুখি হবে যশোর ক্রিকেট ক্লাব ও আরএন রোড ক্রীড়া চক্র। ৩০ নভেম্বর যশোর ক্রিকেট ক্লাব ও আসাদ ক্রিকেট একাডেমি মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হবে লিগের দীর্ঘযাত্রা। এর মাঝে ম্যাগপাই ক্লাব ২৭ ও ২৯ নভেম্বর আসাদ ক্রিকেট একাডেমি ও আরএন রোড ক্রীড়া চক্রের মুখোমুখি হবে।
গত মৌসুমের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শেষ না হওয়ায় নতুন মৌসুমের কোন লিগই শুরু করতে পারছিল না যশোর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট পরিষদ।
চলতি বছরের ২২ জানুয়ারি লিগের যাত্রা শুরু হয়। এরপর নানা কারণের বিরতির পর ২৬ জুলাই শেষ হয় গ্রুপ পর্বের ৩০ ম্যাচ। পরে ৩০ ও ৩১ জুলাই সুপার ফোর পর্বের দুই ম্যাচ হওয়ার পর লিগ স্থগিত করা হয়। লিগের খেলা বন্ধ রেখে মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় সমালোচনার মুখে পড়ে যশোর জেলা ক্রীড়া সংস্থা। স্থগিতের চার মাস পর আবার লিগ শুরু হওয়ার খবর শুনে খুশি খেলোয়াড়রা।
উল্লেখ্য, প্রথম পর্বের ৮ ও সুপার পর্বের এক জয়ে ১০ পয়েন্ট নিয়ে লিগ শিরোপার দৌড়ে এগিয়ে রয়েছে যশোর ক্রিকেট ক্লাব। ৯ পয়েন্ট নিয়ে পরের স্থানে রয়েছে আসাদ ক্রিকেট একাডেমি।
