সাতক্ষীরা জেলা প্রতিনিধি
অবশেষে জনগণের দাবির মুখে সাতক্ষীরা পৌরসভার বর্ধিত পানির বিল স্থগিত করা হয়েছে। ১৭ জুলাই পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি স্বাক্ষরিত এক অফিস আদেশে বিল স্থগিত করা হয়। এর আগে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটিসহ বিভিন্ন সংগঠন বর্ধিত পানির বিল প্রত্যাহারের দাবি জানিয়ে পৌরসভার সামনে দু’দফা গণঅবস্থানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
পৌরবাসীর ন্যায্য দাবীর প্রেক্ষিতে নির্বাচিত পৌর মেয়র মো. তাজকিন আহমেদ চিশতি স্বাক্ষরিত বিল স্থগিতের অফিস আদেশে সন্তোষ প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। সংগঠনের আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল ও সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ এক বিবৃতিতে পানির বর্ধিত বিল প্রত্যাহারের আন্দোলনে অংশগ্রহণ করায় পৌরবাসীকেও ধন্যবাদ জানান এবং পৌরসভার বিভিন্ন সমস্যার সমাধান ও নাগরিক সেবার মানোন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।