নিজস্ব প্রতিবেদক
যশোরে পুলিশের অবসরপ্রাপ্ত এসআই শফিকুল ইসলামকে পিটিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় প্রতিপক্ষরা। বুধবার সকালে শহরের পালবাড়ি তাকওয়া মসজিদ গলি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ বারোবাজার এলাকার মৃত আইতাল মিয়ার ছেলে।
আহত শফিকুল জানান, তিনি ২০০৫ সালে শহরের পালবাড়ি তাকওয়া মসজিদ গলি এলাকায় জমি কিনে বাড়ি বাড়ি নির্মাণ করেন। বাড়ির সাথেই রয়েছে একটি এতিমখানা। তাদের যাতায়াতের অসুবিধা জন্য পাশের আরো কয়েক ফ্যামিলি মিলে রাস্তা নির্মাণের জন্য কিছু জায়গা ছেড়ে দেন। বর্তমানে যশোর পৌরসভা ওই রাস্তা নির্মাণের কাজ শুরু করেছে। সেই রাস্তা নির্মাণে াধা দেন একই এলাকার আহসান উল্লাহর ছেলে টুটুল (৫০), তুহিন (৪০) ও শাহিন। এনিয়ে তাদের সাথে বাক-বিত-ার এক পর্যায়ে তারা তার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খন্দকার রেজোয়ান উদ দারাইন জানান, তার মাথায়সহ শরিরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায়। ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় রেফার করেছেন।