কল্যাণ ডেস্ক
অবৈধ সম্পদ অর্জনের মামলায় পরিকল্পনা অধিদপ্তরের বাজেট সহকারী মো. জহির উদ্দিন বাবরের ১২ বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
রায়ে দুদক আইনের ২৬(২) ধারায় আসামির ২ বছরের এবং ২৭ (১) ধারায় ৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া রায়ে মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪ (২) ধারায় ৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রায়ে একই সঙ্গে আসামি কর্তৃক অসাধু উপায়ে অর্জিত ৫ কোটি ৬৮ লাখ ২০ হাজার ৯১৪ টাকা অর্থদণ্ড করেছেন আদালত। যা রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন আদালত।
আসামি পলাতক থাকায় রায় ঘোষণার পর আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছেন।
দণ্ডিত বাবর লক্ষ্মীপুর জেলার সদর থানার আমানী লক্ষ্মীপুর গ্রামের হাজী মো. জসিম উদ্দিনের ছেলে। মামলায় বলা হয় আসামি বাবর, ১ কোটি প৬৫ লাখ ৬৬ হাজার ৩৮০ টাকা মূল্যমানের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপনপূর্বক মিথ্যা তথ্য প্রদান ও অবৈধ পন্থায় অর্জিত আয় স্থানান্তর ও রুপান্তরের মাধ্যমে ৫ কোটি ৬৮ লাখ ৮৩ হাজার ৫৪৫ টাকা মূল্যমানের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখেন।
এই ঘটনায় দুদকের সহকারী পরিচালক আবদুল কাদের ভুইয়া ২০২০ সালের ২৩ জানুয়ারি মামলা করেন। মামলা তদন্তের পর ২০২১ সালের ১২ অক্টোবর একই কর্মকর্তা চার্জশিট দাখিল করেন।
আরও পড়ুন: রাজধানীর কড়াইল বস্তিতে আগুন
