নিজস্ব প্রতিবেদক :
যশোরের অভয়নগরে অনাদী সরকার হত্যা মামলায় এক আসামির ১০ বছরের সশ্রম কারাদ- দেয়া হয়েছে। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদ- প্রদান করা হয়েছে। রোববার স্পেশাল জজ মোহাম্মদ সামছুল হক এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত পলাতক আসামি বৃটন বিশ্বাস অভয়নগরের ডহর মশিয়াহাটি গ্রামের মান্দার বিশ্বাসের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি সাজ্জাদ মোস্তফা রাজা। নিহত অনাদী সরকার অভয়নগর উপজেলার হরিশপুর গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, অনাদী সরকারের বড় ছেলে মানিক সরকারের সাথে অভয়নগরের ডহর মশিয়াহাটি গ্রামের সুপদ বিশ্বাসের মেয়ে মেঘনা সরকারের বিয়ে হয়। পরে তাদের মধ্যে সাংসারিক দ্বন্দ্ব হয়। তার জেরে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর আসামি বৃটন বিশ্বাস, মেঘনার ভাই শংকর বিশ্বাস, বাবা সুপদ বিশ্বাস, তাদের নিকট আত্মীয় পংকজ বিশ্বাস ও সুধীর বিশ্বাস বিষয়টি মীমাংসার জন্য অনাদী সরকারের বাড়িতে আসে। কথাবার্তার এক পর্যায় অনাদী সরকারের মাথায় কাঠ দিয়ে মারাত্মক আঘাত করে বৃটন বিশ্বাস। এসময় মাটিতে পড়ে যায় অনাদী সরকার। প্রচ- রক্তক্ষরণ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ ২০০৭ সালের ১৯ সেপ্টেম্বর মারা যান অনাদী সরকার। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে অভয়নগর থানায় মামলা করেন অনাদী সরকারের ছেলে অরুন সরকার।
সূত্র আরও জানায়, ২০০৮ সালের ৭ এপ্রিল মামলাটি তদন্ত করে চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমাদেন এসআই রহিম মোল্লা। চার্জশিটে পঙ্কজ বিশ্বাসকে অব্যাহতির আবেদন জানান।
রোববার এ মামলা রায় ঘোষণা করেন বিচারক। এ সময় শংকর বিশ্বাস, সুপদ বিশ্বাস ও সুধীর বিশ্বাসের উপস্থিতিতে তাদেরকে খালাস প্রদান করেন। পলাতক আসামি বৃটন বিশ্বাসকে সাজার আদেশ দিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।