নিজস্ব প্রতিবেদক
যশোর বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লিগের অসমাপ্ত চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে অভয়নগরে। এ উপলক্ষে রোববার নওয়াপাড়ার শংকরপাশা সরকারি মডেল স্কুল ও নওয়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও লিগ পরিচালনা কমিটির কর্তারা।
এসএসসি পরীক্ষার জন্য এর আগে ঘোষিত নওয়াপাড়া শংকরপাশা সরকারি মডেল স্কুল মাঠে খেলার সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন নওয়াপাড়া কলেজ মাঠে করার পরামর্শ দেন। সেই হিসেবে প্রতিনিধি দল নওয়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন করেন। ওই মাঠে খেলার সিদ্ধান্ত নেয়া হয়। মাঠ শেষে স্থানীয় ক্রীড়া সংগঠকদের মাঠ বিষয়ে বিভিন্ন দিক নিদের্শনা দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মঈনুর জহুর মুকুল, যুগ্ম সম্পাদক নুরুল আরেফিন, নির্বাহী সদস্য আলমগীর সিদ্দিকী, যশোর জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন, ক্রীড়া সংগঠক রেজওয়ান ফারাজি, তুষার প্রমুখ।
একটি সূত্র থেকে জানা গেছে যশোর সদর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি কাজী নাবিল আহমেদ ক্লাবগুলোকে খেলার জন্য মাঠে যাতায়াতের জন্য বাস প্রদান করবেন।
নতুন সূচি অনুযায়ী ১০ মে আবাহনী ক্রীড়া চক্র যশোর ও শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতির প্লে অফ ম্যাচ অনুষ্ঠিত হবে। একদিনের বিরতি দিয়ে ১২ ও ১৩ মে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। ১৫ মে অনুষ্ঠিত হবে লিগের ফাইনাল ম্যাচ।