নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগরের ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পিকেএস যশোর এই বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করে। পিকেএস যশোরের মেডিকেল অফিসার ডা. তামান্না খান আভা ও মেডিকেল টিম সকালে চক্ষু স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করে দুপুর দেড়টা মিনিট চলমান রাখেন। আশেপাশের প্রান্তিক এলাকা থেকে সর্বমোট ২৮৯ জন রোগীকে চক্ষু সেবা প্রদান করা হয়। এর মধ্যে ৪৯ জন ছানি রোগী বাছাই করা হয় এবং ২১ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।
পিকেএস এর মেডিকেল টিম অত্যন্ত যত্ন সহকারে রোগীদের সেবা প্রদান করেন। বাছাইকৃত ছানি রোগীদের চোখে পরবর্তীতে ধাপে ধাপে বিনামূল্যে অপারেশনের মাধ্যমে কৃত্রিম লেন্স সংযোজন করা হবে। দ্যা ফ্রেড হলোজ ফাউন্ডেনের সাথে পার্টনারশিপের মাধ্যমে যশোরের সুবিধাবঞ্চিত মানুষদের সেবা প্রদান করছে পিকেএস-যশোর।