নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগরের বুইকারা গ্রামের পশ্চিমপাড়ার রবিউল হাওলাদার হত্যা মামলায় ওয়াহিদুল ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল এই আদেশে দিয়েছেন। আসামি ওয়াহিদুল ইসলাম নওয়াপাড়া গরু হাটখোলা এলাকার রাঙ্গার ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, রবিউল ইসলামের সাথে পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল রাঙ্গা ও ডলারের। তিন মাস আগে রবিউল টাকা চাওয়ায় ডলার তাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছিল। গত ১৬ নভেম্বর রবিউল ইসলাম বিকেলে বিকেলে বাড়ি থেকে নুরবাগ মোড়ে যায়। সন্ধ্যা ৬ টার দিকে ছাগল হাটার পাশে আসামি ওয়াহিদুল ও শাহীন তার গতিরোধ করে ছুরিকাঘাতে জখম করে। রবিউলের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে পরে খুলনা মেডিকেলে ভর্তি করা হলে পরদিন রবিউল ইসলাম মারা যান। এই ঘটনায় নিহত রবিউল হাওলাদারের মেয়ে রহিমা খাতুন বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করেন।
ওইদিন হত্যার সাথে জড়িত জড়িত দুইজনকে গ্রেফতার করে পুলিশ। শাহীন হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবনন্দি দেয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই অনিষ মন্ডল আসামি ওয়াহিদুলের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল বৃহস্পতিবার আসামি ওয়াহিদুলের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
