নওয়াপাড়া প্রতিনিধি
অভয়নগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোনার বাংলা উন্নয়ন সংস্থার আয়োজনে শনিবার বিকেলে উপজেলার ২নং সুন্দলী ইউনিয়নের আড়পাড়া গ্রামে এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোনার বাংলা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শীলা আদিত্য বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অভয়নগর বাঘারপাড়া ও বসুন্দিয়া নির্বাচনী এলাকার নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজের সহধর্মিনী দিলরুবা পারভেজ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুন্দলী ইউনিয়ন চেয়ারম্যান বিকাশ রায় কপিল, সুন্দলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধির কুমার পাড়ে, মহিলা ইউপি সদস্য অঞ্জনা বিশ্বাস, সুন্দলী পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক হৈমন্তি বিশ্বাস, পুজা উদযাপন কমিটির সদস্য কামনা বসু,পুজা উদযাপন কমিটির সদস্য কিশোর কুমার সরকার, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুইট মল্লিক, হিমাংশু মন্ডল, ৪নং ওয়ার্ডের সাবেক সভাপতি হাজারি লাল মল্লিক, জুঁই বিশ্বাস, শান্তিলতা বালা, উমা মন্ডল, মিতা দত্ত, সুবর্ণা বিশ্বাস, টিটু মল্লিক, ভারতী হালদারসহ ও নারী নেতৃবৃন্দ।