নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগরে রোমান স্মৃতি সংঘের আয়োজনে ঈদ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নওয়াপাড়া মডেল কলেজ মাঠে এ ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয়।
যশোর-১ (শার্শা) আসনের জাতীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল।
রোমান স্মৃতি সংঘের সভাপতি রাকিবুল ইসলামের পৃষ্ঠপোষকতায় বিশেষ অতিথি হিসাবে খেলার শুভ উদ্বোধন করেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খান, অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শুভ্র প্রকাশ দাস, টু ব্রাদার্সের কর্মকর্তা আরিফুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন রোমান স্মৃতি সংঘের উপদেষ্টা মোহাম্মদ আলী, রোমান স্মৃতি সংঘের কর্মকর্তা সুজন ইসলাম, সাজিবুল ইসলাম, এস আই আবু বক্কার, এস আই মনিরুজ্জামান, হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম, যুবলীগ নেতা লুৎফর রহমান বিশ্বাস প্রমুখ। খেলাটি পরিচালনা ও ধারা বর্ণনায় ছিলেন সহকারী অধ্যাপক সমীর বিশ্বাস ও ইস্রাফিল হোসেন। খেলা প্রিয় দর্শকে পরিপূর্ণ ছিল সম্পূর্ণ মাঠটি।