নওয়াপাড়া প্রতিনিধি
যশোর অভয়নগরে এক গৃহবধূর মরাদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বামী পলাতক রয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার ভোর রাতে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর ৪ নং ওয়ার্ডে বুইকরা এলাকার রেল স্টেশন পৌর কবরস্থানের সামনে। নিহতের নাম শুকুরণ বেগম(২৮)। তিনি বসুন্দিয়া এলাকার গাইদগাছী গ্রামের মো. রফিকের মেয়ে।
স্থানীয়রা জানান, ইজিবাইক চালক বিল্লাল হোসেন তার স্ত্রী শুকুরণকে প্রায় মারপিট করেন। প্রায় সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া ঝামেলা লেগেই থাকতো। নিহত শুকুরণ বেগম এর ভাই রায়হান হোসেন জানান, আমার বোনকে পরিকল্পিত ভাবে দুলাভাই গলায় ফাঁস দিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। আমার বোনের ২ সন্তান ফাহাদ (৫) সাদিক (৩) অসহায় হয়ে পড়েছে। আমরা বাদী হয়ে বিল্লাল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান বলেন, সকাল ১০ টায় এক গৃহবধুর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো জন্য পাঠানো হবে। এটা হত্যা না আত্মহত্যা বলা যাচ্ছেনা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে রহস্য উদঘাটন হবে।
আরও পড়ুন:বেনাপোলে ভারতগামী যাত্রীর পেটের ভেতর মিলল ৫টি স্বর্ণের বার
১ Comment
Pingback: মণিরামপুরে আশ্রয়ণ প্রকল্পের ১০টি বসতঘরে অগ্নিকান্ড - দৈনিক কল্যাণ