নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগরে কুয়েত প্রবাসী এসএম হাসান হত্যাকান্ডের বিচারের দাবিতে ফুঁসে উঠেছে সিদ্ধিপাশা ইউনিয়নের মানুষ। মঙ্গলবার বিকালে এলাকাবাসীর ব্যানারে নাউলি বাজারে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়। সমাবেশ থেকে হাসানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।
সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন, নিহত হাসানের বড়ভাই বিএল কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এসএম মুন্না, উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক শরিফ বেলাল হুসাইন, ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি কবির হোসেন, অভয়নগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এসএম মুজিবর রহমান, সমাজসেবক জাহাঙ্গীর হোসেন, সাবেক চেয়ারম্যান এমজি সরোয়ার ফারাজী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসএম ইয়ার আলী, যুবদল নেতা জসিম উদ্দিন সোহাগ, স্বেচ্ছাসেবকদল নেতা মীর রেজয়ান হোসেন, যুবদল নেতা এসএম মুন্না এবং নাসির উদ্দীন মোল্যা।
সমাবেশ সঞ্চালনা করেন অভয়নগর থানা বিএনপির সহ-প্রচার সম্পাদক ও সাবেক ইউপি সদস্য উজ্জ্বল হোসেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাউলি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে যেয়ে শেষ হয়।
গত ১৩ জুন রাতে নাউলি গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে হাসান শেখকে (৩৫) গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ভাই এসএম মুন্না বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজহারনামীয় পাঁচজন আসামিকে আটক করেছে পুলিশ।