অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলা নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম সরদারকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সুন্দলি ইউনিয়নের ডহরমশিয়াটি গ্রামে তার ঘরে ঢুকে হত্যা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম।
স্থানীয় সূত্রে জানা যায়, ডহর মশিহাটি এলাকায় কৃষক দল নেতা তরিকুল ইসলামের একটি ঘের রয়েছে। ওই ঘেরটি লিজ দেয়ার জন্য ওই গ্রামের পিন্টু বিশ্বাসের বাড়িতে যান তরিকুল ইসলাম। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায় কতিপয় দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এরপর কয়েক রাউন্ড গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
অভয়নগর থানার ওসি আব্দুল আলীম জানান, খবর পেয়ে দ্রুত তারা ঘটনাস্থলে যান। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।