নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগরের নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাঠবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত হয়েছেন চালক আব্দুর রউফ। বৃহস্পতিবার সকালে অভয়নগরের তালতলা এলাকায় মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রউফ সাতক্ষীরা সদর উপজেলার কাশিমপুর গ্রামের বাসিন্দা।
ট্রাকের হেলপার সাগর হোসেন জানান, বুধবার রাতে বাগেরহাট থেকে ট্রাকে কাঠবোঝাই করে কুষ্টিয়া যাচ্ছিলেন তারা। সকালে যশোর-খুলনা মহাসড়কের তালতলা এলাকায় পৌঁছলে ঘুমিয়ে পড়েন চালক রউফ। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নওয়াপাড়া হাইওয়ে থানার এসআই মুন্সী পারভেজ হাসান জানান, ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: যশোরে র্যাবের অভিযানে অস্ত্র গুলি উদ্ধার, আটক ১