নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের ঘাট শ্রমিক মতিয়ার রহমান বিশ^াসকে হত্যার অভিযোগে ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নিহত মতিয়ারের স্ত্রী রাবেয়া খাতুন বাদী হয়ে এই মামলাটি করেছেন। এই থানায় আর কোন মামলা হয়েছে কিনা প্রতিবেদনসহ দাখিলের জন্য অভয়নগর থানার ওসিকে আদেশ দিয়েছেন বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল। নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী আনিছুর রহমান পলাশ।
আসামিরা হলো, মশরহাটি গ্রামের মৃত টুনু খাঁ’র ছেলে মনিরুজ্জামান মঈন, মৃত টাবুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম জহুর, জিল্লাল হোসেন মোল্যার ছেলে রাজু আহম্মেদ মোল্যা, মোজাহার হোসেনের ছেলে আল আমিন, মহাকাল গ্রামের হাশেম আলী সরদারের ছেলে রবিউল ইসলাম, নুরু শেখের ছেলে শাহিন শেখ ও আব্দুল কুদ্দুসের ছেলে রাসেল হোসেন।
মামলার বিবরণে জানা গেছে, মতিয়ার রহমান বিশ্বাস একজন ঘাট শ্রমিক হিসেবে কাজ করতেন। গত ১৯ সেপ্টেম্বর রাতে আসামি মঈন ও রাজু বাড়ি থেকে ডেকে নিয়ে মতিয়ার বিশ্বাসকে ভৈরব নদের ব্রিজের মাথায় কুদ্দুসের চায়ের দোকানে যায়। রাত সাড়ে ১২ টার দিকে আসামিরা মতিয়ার বিশ্বাস অস্ত্রের মুখে পাশের জনৈক মাহাবুবের বাড়িতে নিয়ে মারপিট শুরু করে। মতিয়ার বিশ্বাস দৌড়ে পালিয়ে যাওয়ার সময় পড়ে গেলে আসামিরা কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা মতিয়ার বিশ্বাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় গেলে আসামি মনিরুজ্জামান মঈন জোর করে মনগড়া একটি এজাহার লিখে থানায় মামলা করেন। পরে তিনি মামলার কপি তুলে জানতে পারেন প্রকৃত আসামিদের বাদ দেয়ায় তিনি আদালতে এই মামলাটি করেছেন।