নিজস্ব প্রতিবেদক
ফ্রিজে আদা বাটা রাখা নিয়ে বাকবিতণ্ডার জেরে যশোরের অভয়নগরে চেঙ্গুটিয়া গ্রামের চাচা রাজু আহম্মেদকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ভাতিজা রাকিবুল ইসলাম। পারিবারিক পূর্বশত্রুতার জের ধরে রাকিবুল তার চাচা রাজুকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে জানিয়েছেন তিনি। শনিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম আসামির জবানবন্দি গ্রহণ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আসামি রকিবুল ইসলাম নিহতের ভাই জসিম উদ্দিন খোকনের ছেলে।
রাকিবুল ইসলাম জানিয়েছে, তারা একই বাড়িতে আলাদা ঘরে বসবাস করতেন। তার চাচা রাজু প্রায় তাদের সাথে ঝগড়া বিবাদ করত। কোন কিছু হলে তাদের পরিবারের উপর দোষারোপ করত। এ নিয়ে তার চাচার উপর বেশ কিছুদিন ধরে রাগ হচ্ছিল। আমার মা চাচা রাজুর ফ্রিজে আদা রাখে। চাচা রাজু বাড়ি এসে ফ্রিজ খুলে দেখে ভিতরে আদা রাখা। আদা রাখায় তিনি বকাবকি করেন। ২৬ জানুয়ারি বিকেলে প্রতিবাদ করলে রাকিবুল ও চাচার মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে রাকিবুলের কাছে থাকা ফল কাটা চাকুদিয়ে তার চাচাকে আঘাত করে। রাজু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
আরও পড়ুন: যশোরে বিষাক্ত নেশাদ্রব্যে যাচ্ছে প্রাণ