নিজস্ব প্রতিবেদক
যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাক্তার নিকুঞ্জ বিহারী গোলদারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী অভয়নগর উপজেলার পায়রাহাট ইউনিয়নের বারান্দী টেকেরঘাট মহাশ্মশানে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে শতাধিক রোগীকে চিকিৎসা ও ওষুধ বিতরণ করেন ডা. নিকুঞ্জ বিহারী গোলদার।
এসময় উপস্থিত ছিলেন পায়রাহাট ইউনিয়নের মেম্বর মনি শংকর রায়, সাবেক ইউপি মেম্বর মোহাম্মদ আলী, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান, নিতাই মন্ডল, রবীন বাছড়, গৌতম বিশ^াস, ইয়াসমিন বেগম প্রমুখ।
