নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগরে এক নারীকে গলায় বার্মিজ চাকু ধরে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা হয়েছে। রোববার নওয়াপাড়া এলাকার একনারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাদন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের এ মামলা করেন। অভয়নগর উপজেলার কাপাসাহাটী গ্রামের ফজলু তালুকদারের ছেলে রাসেল তালুকদারকে এ মামলা আসামি করা হয়েছে। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রুহিন বালুজ জানান, বিচারক গোলাম কবির ওই নারীর অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় বাদী উল্লেখ করেন, রাসেল বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত করতেন। রাজি না হওয়ায় রাসেল ক্ষিপ্ত হন। এক পর্যায় বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। পরবর্তীতে বিয়ে না করে ঘুরাতে থাকে। আবারো উত্ত্যক্ত করতে থাকে। সর্বশেষ গত ১ মে দুপুর ১ টায় বাদীর বাড়িতে কেউ ছিলেন না। এ সুযোগে আসামি বার্মিজ চাকু নিয়ে ঘরে প্রবেশ করে। এরপর ওই চাকু গলায় ঠেকিয়ে বাদীকে ধর্ষণ করে রাসেল। পরে বাদীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে আসামি দ্রুত দৌড়ে চলে যায়। বাধ্য হয়ে তিনি আদালতে মামলা করেন।