অভয়নগর প্রতিনিধি: অভয়নগরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিতব্য মেলাটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন।
এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর এছাড়া অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্ডার কামরুজ্জামান, আওয়ামী লীগ নেতা গাজী নজরুল ইসলাম, অভয়নগর থানার অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: জনগণ বিএনপি-জামায়াতকে আর ক্ষমতায় দেখতে চায়না : এমপি আফিল