নওয়াপাড়া প্রতিনিধি
অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া বুড়োর দোকান আদর্শপাড়া জামে মসজিদের সভাপতি কামরুল হুদার বিরুদ্ধে মসজিদ সংস্কারের জন্য সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, ১১/২৪১০৪-২৩-১০০৯৩ নং প্যাকেজে চেঙ্গুটিয়া বুড়োর দোকান আদর্শপাড়া জামে মসজিদের সংস্কারের জন্য গত অর্থ বছরে ৪৯ হাজার ৯৯৯ টাকা ৭১ পয়সা বরাদ্দ হয়। মসজিদ কমিটির সভাপতি কামরুল হুদা বরাদ্দের সমুদয় কাজ বুঝে পেয়েছেন মর্মে স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান কপোতাক্ষ এন্টারপ্রাইজের মালিক জিএম মতিয়ার রহমানকে লিখিত প্রত্যয়নপত্র দিয়েছেন। বরাদ্দের বিষয়টি মসজিদের অন্য কোন কর্মকর্তা জানতেন না। গত সোমবার মসজিদের একজন কর্মকর্তা উপজেলা প্রকৌশলী অফিসে খোঁজ নিয়ে বরাদ্দের বিষয়টি জানতে পারেন। ঠিকাদার বরাদ্দের অর্থ সংস্কারের জন্য সভাপতি কামরুল হুদার বাড়িতে গিয়ে টাকা পৌঁছে দিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে সভাপতি কামরুল হুদা বলেন, আমার কাছে কোন টাকা দেয়া হয়নি। সংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি বরাদ্দের সমুদয় কাজটি করে দিতে চেয়েছি।
উপজেলা চেয়ারম্যান অফিসের স্টেনো হুমায়ূন কবির বলেন, ঘটনা জানাজানি হলে আমি বুধবার সকালে ঠিকাদার ও সভাপতিকে অফিসে ডেকেছিলাম। সেখানে উভয় পক্ষের কথা শুনে নিশ্চিত হওয়া গেছে সভাপতি কামরুল হুদা সংস্কার বাবদ টাকা বুঝে পেয়েছেন বলে স্বীকার করেছেন।
উপজেলা প্রকৌশলী এসএম ইয়াফি বলেন, আমি একটি জরুরি কাজে জেলা অফিসে আসছি বিষয়টি আমাকে কেউ জানায়নি।