অভয়নগর প্রতিনিধি
অভয়নগর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে চেঙ্গুটিয়া বালিয়াডাঙ্গা গাজীবাড়ি হেফজখানায় শিক্ষক কর্তৃক ওই প্রতিষ্ঠানের বার বছর বয়সী এক শিক্ষার্থী বলাৎকারের শিকার হয়েছে। শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হলে ওই শিক্ষক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা আটক করে তাকে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নের খলসা গ্রামের বাসিন্দা সাইফুজ্জামানকে (২৮) আসামি করে থানায় মামলা করেছেন।
বলাৎকারের শিকার ওই শিশুর পিতা জানান, দেড় বছর ধরে এই প্রতিষ্ঠানে শিক্ষা নেয়া ওই শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে ওই শিক্ষক বলাৎকার করে আসায় শিক্ষার্থীটি মাদ্রাসায় আসতে চাইতো না। মাদ্রাসায় না আসার কারণ জানতে চাইলে কিছু বলতো না একপর্যায়ে ছলচাতুরীর মাধ্যমে শিক্ষার্থীর মা ঘটনাটি জানতে পারেন।
স্থানীয় শ্রমিক নেতা শফিয়ার রহমান বলেন, ঘটনা জানাজানি হলে শুক্রবার সকালে আমরা সংঘবদ্ধ হয়ে মাদ্রাসায় যাই। এ সময় ওই শিক্ষক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা তাকে আটক করে চাপ সৃষ্টি করলে সে তার অপরাধ শিকার করে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বলেন, শিশু বলাৎকারের ঘটনায় থানায় মামলা হয়েছে।
