অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার শিল্প শহর নওয়াপাড়ায় তালাক দেয়া স্ত্রীকে ছুরিকাঘাত করে পালানোর সময় গণধোলাইয়ের শিকার হয়েছেন এক যুবক। এ সময় অভিযুক্তের গাড়িটিও ভাংচুর করে স্থানীয়রা। সোমবার দুপুর ১২ টায় স্বপ্ন সুপার শপের মধ্যে এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে আহত ওই নারীর নাম বিথী আক্তার (২৫) অভয়নগর উপজেলার কোটা গ্রামের বাসিন্দা। অভিযুক্ত যুবক নাম হবিরুল ইসলাম হবি (৩৫) ময়মনসিংহ জেলার ভালুকা থানার ভাঙ্গাবো গ্রামের বাসিন্দা। পুলিশ এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পরে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্টি জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিথী আক্তারের চাচা জাকির শেখ জানান, হবির সাথে পারিবারিকভাবে বিথীর বিয়ে হলেও গতবছরের জানুয়ারিতে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকে বিথী পিতার বাড়িতে থেকে স্বপ্ন সুপার শপে কাজ করছিলেন।
অভিযুক্ত হবি বলেন, বিথীকে আমি খুব ভালবসি। ভুল বোঝাবুঝির কারণে আমাদের ছাড়াছাড়ি হয়ে যায়। তারপরেও আমাদের দুজনের মধ্যে মাঝে মধ্যে কথাবার্তা হত। আবার বিয়ের জন্য বিথীর দেয়া শর্ত মোতাবেক টাকা দিতে এসে রাগের মাথায় এমন ঘটনা ঘটে গেছে।
উপজেলা স্বাস্থ্য কমম্পেক্সের ডাক্তার গোবিন্দ পোদ্দার জানান, উভয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মেহেদী মাসুদ জানান, আসামিকে আটক হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।