অভয়নগর প্রতিনিধি
অভয়নগরে আমডাঙ্গা গ্রামে স্কুল শিক্ষার্থীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগে জাফর হাওলাদার নামে ষাটোর্ধ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে নওয়াপাড়া পৌরসভার স্থানীয় কাউন্সিলর তানভির হোসেন তানুর অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।
অষ্টম শ্রেণি পড়ুয়া ধর্ষিতা ওই শিক্ষার্থীর পিতা জানান, তার মেয়ে স্কুলে আসা যাওয়ার পথে দীর্ঘদিন ধরে জাফর হাওলাদার তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছে। গত ৬ মে জাফর হাওলাদার ফুঁসলিয়ে তার মেয়েকে নিজের ঘরে ডেকে নিয়ে ভয়ভীত দেখিয়ে ধর্ষণ করে। ঘটনার কিছুদিন পর মেয়ের শারীরিক সমস্যা দেখা দিলে বিষয়টি জানাজানি হয়। বিষয়টি স্থানীয়ভবে সালিশ মীমাংসার চেষ্টায় ব্যর্থ হয়ে মামলা করলে পুলিশ আসামিকে আটক করে।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বলেন, ধর্ষণের শিকার ওই স্কুল শিক্ষার্থীর জবানবন্দি নিয়ে বৃহস্পতিবার সকালে আসামিকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তানভির হোসেন তানু বলেন, আমরা বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টি করি। কিন্তু আসামিপক্ষ বিচার না মানায় আসামিকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।
