অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান ও নওয়াপাড়া পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ডা. মিনারা পারভীনের চেঙ্গুটিয়ার বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে জানালার গ্লাস ভাংচুর করেছে।
মিনারা পারভীনের স্বামী ডা. মুক্তার হোসেন বলেন, মেয়েদের পড়াশোনার জন্য তিনি গত ৫ মাস যাবৎ নওয়াপাড়ায় বাসা ভাড়া নিয়ে সেখানে অবস্থান করছেন। মাঝে মাঝে এই বাসাতে এসে থাকি এবং গত পরশুদিনও আমরা নওয়াপাড়াতে ছিলাম। বৃহস্পতিবার রাতে আমার বাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীরা বাড়ির জানালায় ইট দিয়ে আঘাত করে। এতে জানালার গ্লাস ভেঙ্গে চুরমার হয়ে যায়। বিষয়টি আমাকে ফোনের মাধ্যমে এক প্রতিবেশী জানালে সাথে সাথে আমি প্রশাসনকে অবগত করি। তাৎক্ষণিক অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থানে এসে পরিদর্শন করেন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করার জন্য বলেন।
মিনারা পাভীন বলেন, আমার বাড়িতে দুষ্কৃতকারীরা হামলা চালিয়ে বাড়ির অনেক ক্ষতি করেছে। আমি মেয়েকে ভর্তি করার জন্য ঢাকায় আছি। আমি বাড়ি ফিরে মামলা করবো।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম বলেন, মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়িতে হামলা হয়েছে। এ সংক্রান্ত লিখিত কোন অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।